কর্ণাটকে বিজেপি নেতা খুনে নতুন তথ্য। সম্প্রতি ঝটকা মাংসের দোকান খুলেছিলেন বিজেপি যুব মোর্চার নেতা প্রবীণ নেত্তারু। সেই কারণেই তাঁকে খুনের হুমকি দিচ্ছিল ইসলামিক মৌলবাদিরা। এমনই অভিযোগ প্রবীনের পরিবারের।
প্রবীণের এক আত্মীয়ের দাবী, প্রবীণ ধার্মিক ব্যক্তি। পাশাপাশি হিন্দুত্ববাদী আন্দোলনের সঙ্গেও যুক্ত ছিল। বছর খানেক আগে দক্ষিণ কর্নাটকে হওয়া ঝটকা মাংসের আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল সে।
প্রবীণ প্রচার করত, হিন্দুরা যেন হালাল মাংস না কেনে। বদলে ঝটকা মাংস হিন্দুদের দোকান থেকে কিনুক। যুবকদের উদ্বুদ্ধ করতে সে। নিজে বেল্লারি এলাকায় একটি ঝটকা মুরগি মাংসের দোকান খুলেছিল। দোকানের নাম ‘অক্ষয়া ফার্ম ফ্রেশ চিকেন’। দোকান বন্ধ করতে বারবার হুমকি আসা সত্বেও সে ঝটকা মাংসের ব্যবসায় আর্থিকভাবে সফল হয়েছিল।
এমনকি প্রবীণের দেখাদেখি আশেপাশের এলাকার বহু হিন্দু যুবকেরা ঝটকা মাংসের ব্যবসা শুরু হয়েছিল। আর এর ফলে আশেপাশের এলাকায় হালাল চিকেনের ব্যবসা মার খায়। আর তাতেই ইসলামিক মৌলবাদীদের টার্গেটে পরিণত হয় সে।