ভাটপাড়া পৌরসভার উপ পৌর প্রধান দেবজ্যোতি ঘোষ অষ্টম শ্রেণী পাস। তারপরেও শিক্ষকতা করছেন প্রাথমিক স্কুলে। কলকাতা হাইকোর্টে সেই মামলা নিয়ে চলছে রীতিমত জলঘোলা। তাঁকে সশরীরের হাইকোর্টে হাজিরার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল তৃণমূল নেতা দেবজ্যোতি ঘোষের। তিনি ভাটপাড়া পুরসভার চেয়ারম্যানের পাশাপাশি একজন প্রাথমিক শিক্ষক। শুধু তাই নয় প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাড হক কমিটির সদস্যও বটে। অভিযোগ, নিজের ক্ষমতা বলে তিনি টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন, এমন অভিযোগে মামলা দায়ের হয় হাইকোর্টে।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে প্রাইমারি শিক্ষক নিয়োগের এক মামলার শুনানি ছিল। সেই শুনানিতে মামলাকারীর আইনজীবী আদালতে জানান, কোয়েনা দে নামে এক মহিলার কাছ থেকে চাকরি পাইয়ে দেবে বলে দেবজ্যোতি ঘোষ টাকা নিয়েছেন। আরও অভিযোগ, দেবজ্যোতি ঘোষের পাসপোর্টে লেখা আছে তিনি নাকি অষ্টম শ্রেণি পাশ! তাহলে কীভাবে তিনি প্রাথমিকে চাকরি পেলেন সেই নিয়েও প্রশ্ন উঠছে।
সওয়াল জবাব শেষে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, আগামী ১৬ ডিসেম্বরে মধ্যে আদালতে হাজিরা দিতে হবে দেবজ্যোতি ঘোষকে। পাশাপাশি, ব্যারাকপুর পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন এই হাজিরা নিশ্চিত করার জন্য।