গত মঙ্গলবার সুদানে এক সেরামিক কারখানায় এলপিজি গ্যাসের ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে। ভয়াল অগ্নিকাণ্ডে অন্তত ২৩ জন মারা গিয়েছেন। তাঁদের মধ্যে অন্তত ১৮ জন ভারতীয়। বুধবার সুদানে ভারতীয় মিশন একথা জানিয়েছে।
ভারতীয় দূতাবাস বিবৃতি দিয়ে বলেছে, সুদানের খারতুম অঞ্চলে সিলা সেরামিক ফ্যাক্টরিতে বিস্ফোরণ ঘটে। তার পরেই ১৬ জন ভারতীয় নিখোঁজ হন। শেষ পাওয়া খবর অনুযায়ী, বিস্ফোরণে ১৮ জন ভারতীয় মারা গিয়েছেন।
কারখানা থেকে পোড়া দেহগুলি উদ্ধার হচ্ছে। কিন্তু তাঁদের শনাক্ত করা মুশকিল।
বিস্ফোরণে ১৩০ জন আহত হয়েছেন। ভারতীয় দূতাবাস জানিয়েছে, তার মধ্যে সাত জন ভারতীয়। তাঁরা হাসপাতালে ভর্তি আছেন। তাঁদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণে বেঁচে গিয়েছেন ৩৪ জন ভারতীয়। তাঁদের রাখা হয়েছে সালোমি সেরামিক ফ্যাকটরির আবাসনে।
সুদান সরকার জানিয়েছে, কারখানায় নিরাপত্তার ব্যবস্থা যথাযথ ছিল না। সেখানে বিপুল পরিমাণে দাহ্য পদার্থ জমা করা ছিল। কিন্তু এক্ষেত্রে যে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া দরকার ছিল, তা নেওয়া হয়নি।