আজ বকরি ইদ। এই দিনে গোটা দেশ জুড়ে গরু ‘কুরবানি’ দেয় মুসলিমরা। তার ঠিক আগেই কড়া পদক্ষেপ নিল মহারাষ্ট্রের শিণ্ডে সরকার। রাজ্যের ডিজিপিকে চিঠি দিয়ে মহারাষ্ট্রের নয়া স্পিকার রাহুল নারভেকর জানিয়ে দিলেন, ‘রাজ্যে একটাও গোহত্যা যেন না হয়’।
সম্প্রতি মহারাষ্ট্রে বহু রাজনৈতিক টালবাহানার পর উদ্ধব ঠাকরেকে সরিয়ে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছেন শিবসেনার বিদ্রোহী নেতা একনাথ শিন্ডে এবং বিজেপির জোট। এরপরই প্রশাসনকে চিঠি দিয়ে গোহত্যা নিষিদ্ধ করার ব্যাপারে নির্দেশ দিলেন বিধানসভার স্পিকার রাহুল নারভেকর।
অতীতে বিজেপি-শিবসেনা পরিচালিত সরকার গো হত্যাকে কার্যত নিষিদ্ধ করেছিল মহারাষ্ট্রে। অনুমতি ছাড়াই জবাই করার জন্য গরু বিক্রি ও গো মাংস বিক্রির করলে ১০ হাজার টাকার জরিমানার সঙ্গে ৫ বছরের জেলও হতে পারে। তবে স্থানীয় প্রশাসনের কাছ থেকে ফিট টু স্লটার সার্টিফিকেট নেওয়ার পরে গরু কাটা যেতে পারে।
এদিকে এর আগে অসমের অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট-এর প্রধান বদরুদ্দিন আজমল জানিয়েছিলেন গরুর সঙ্গে হিন্দুদের আবেগ জড়িয়ে রয়েছে। গো মাতা বলে তাঁরা পুজো করেন। সেক্ষেত্রে এবার ইদে গো হত্যা করবেন না। তাঁর এই আবেদনকে স্বাগত জানিয়েছিলেন হিন্দুত্ববাদী সংগঠন। তবে এবার মহারাষ্ট্রে গো হত্যার বন্ধে কড়া পদক্ষেপ নিল সরকার।