করোনা আবহে দেশবাসীকে ইস্টার ডে’র শুভেচ্ছা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

করোনা আবহের মধ্যেই দেশবাসীকে ইস্টারের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রবিবার সকালে নিজের অফিসিয়াল টুইটার পেজে ইস্টারের শুভেচ্ছা বার্তা জানিয়ে টুইট করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এদিন টুইটে তিনি দেশবাসীকে ইস্টারের শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিশ্বজুড়ে খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার পালনের কথাও স্মরণ করেন তিনি। দেশবাসীর কল্যাণ, সুখ সমৃদ্ধি এবং সাফল্যের বার্তাও দেন তিনি।

পাশাপাশি এদিন সকালে দেশবাসীকে ইস্টারের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইস্টার উপলক্ষ্যে জনগণের প্রতি টুইট বার্তায় তিনি লেখেন, ” সবাইকে ইস্টারের শুভেচ্ছা । বিশেষ এই দিনে যীশুখ্রিস্টের দেওয়া শিক্ষা গুলি আমাদের প্রত্যেকের স্মরণ করা উচিত। সামাজিক ক্ষমতায়নের উপর তার জোর সারা বিশ্বের মানুষকে উদ্বুদ্ধ করে।

উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডুও এদিন সবাইকে ইস্টারের শুভেচ্ছা জানিয়েছেন। সকলে মিলে বিশেষ এই দিনটি আনন্দের সঙ্গে উদযাপিত করার বার্তাও দেন তিনি।

তিনি আরও বলেন , যীশুখ্রিস্ট প্রেম, শান্তি, করুণা ও ক্ষমার মাধ্যমে মানবতার মুক্তির পথ আলোকিত করেছেন। তিনি বিশ্ববাসীকে সৌহার্দ্যের এক নতুন পথ দেখিয়েছেন।

তিনি বলেন , “আসুন আমরা সমস্ত মানুষের প্রতি সহানুভূতিশীল হয়ে ইস্টার উদযাপন করি। এই উৎসব আমাদের জীবনে সুস্বাস্থ্য, শান্তি এবং সম্প্রীতি বয়ে আনুক।”

প্রসঙ্গত,ইস্টার হল খ্রিস্টানদের একটি পবিত্র উৎসব। এই দিন খ্রিস্ট সম্প্রদায়ের মানুষেরা যিশুর পুনরুত্থানকে স্মরণ করেন। তাঁরা মনে করেন মানুষের মধ্য দিয়েই আবার যিশুখ্রীস্ট ফিরে আসবে। তাইতো তাঁদের কাছে এই ইস্টার ডে- ‘পাসচা’ বা ‘পুনরুত্থান রবিবার’ নামেও পরিচিত।

কারণ এই দিনেই যীশুখ্রিস্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেছিলেন। গুড ফ্রাইডে তে বিপথগামী ইহুদিরা যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল। মৃত্যুর তৃতীয় দিবস অর্থাৎ রবিবার তিনি আবার জেগে উঠেছিলেন। যীশুখ্রিস্টের এই পুনরুত্থান সংবাদ খ্রিস্টান্দের জন্য খুবই আনন্দের। তাইতো এই দিনটি সারা বিশ্বের খ্রিস্ট সম্প্রদায়ের মানুষেরা ইস্টার ডে হিসেবে পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.