ভূমিকম্পে কাঁপল উত্তরাখণ্ডের চামোলি জেলা। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৩.৯। ভোররাতে এই ভূমিকম্প হয় বলে জানা গিয়েছে। অন্যদিকে মধ্যম মানের ভূমিকম্পের খবর পাওয়া গিয়েছে নিকোবর দীপপুঞ্জ থেকেও।
রাত ১২. ৩৫ নাগাদ ভূমিকম্প হয় নিকোবর দ্বীপপুঞ্জে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৯। ফেব্রুয়ারিতেই ভূমিকম্পে কেঁপেছিল দিল্লি ও সংলগ্ন এলাকা। ভূমিকম্প অনুভূত হয়েছিল পশ্চিম উত্তর প্রদেশেও। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪ । ভূমিকম্পের অনুভূতি যেমন হয়েছিল উত্তরপ্রদেশের সামলি জেলায়, ঠিক তেমনই তা অনুভূত হয়েছিল সুদূর তাজিকিস্তানে। ১২ ফেব্রুয়ারি ভূমিকম্প আঘাত করেছিল বঙ্গোপসাগরে। চেন্নাই থেকেই ভূমিকম্পস্থলের দূরত্ব ছিল প্রায় ৬০৯ কিমি। ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.১।