নিজের পুরনো রেকর্ড ভেঙে দিনদু’য়েক আগে ১০০ মিটার ইভেন্টে সোনা জয়ের পথে সেট করেছিলেন নয়া জাতীয় রেকর্ড। ১০০ মিটার ইভেন্টে সোনা জয়ের পাশাপাশি রবিবার ২০০ মিটার ইভেন্টেও সোনার পদক গলায় ঝুলিয়ে বছর শেষ করলেন দ্যুতি চাঁদ। রাঁচিতে অনুষ্ঠিত ৫৯তম জাতীয় ওপেন অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রবিবার ২০০ মিটার সোনা জয়ের পথে ভারতীয় হিসেবে মরশুমের সেরা সময়ে শেষ করলেন এশিয়াডের রুপোজয়ী।
শুক্রবার ১০০ মিটারে জাতীয় রেকর্ড সেট করার পর রবিবার ২০০ মিটার ইভেন্টেও দ্যুতির সোনাজয় ঘিরে সমান প্রত্যাশা ছিল। ফাইনালে হতাশ করলেন না ওডিশার এই মহিলা স্প্রিন্টার।
নিকটতম প্রতিদ্বন্দ্বী অর্চনা সুসিন্দ্রানকে অনেকটা পিছনে ফেলে এদিন সোনা জিতে নেন দেশের দ্রুততমা। ২৩.১৮ সেকেন্ড সময়ে অতিক্রম করে ১০০ মিটারের পর ২০০ মিটারেও পোডিয়াম টপে ফিনিশ করেন তিনি। যা তাঁর কেরিয়ারের দ্বিতীয় সেরা টাইমিং। ২০১৮ এশিয়ান গেমসে ২৩.০০ সেকেন্ডে শেষ করে রুপো গলায় ঝুলিয়েছিলেন বছর তেইশের দ্যুতি। অর্চনা এদিন শেষ করেন ২৩.৪১ সেকেন্ড সময়ে।
২০০ মিটার ইভেন্টে সোনা জিতে এদিন জাতীয় ওপেন অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ডাবল (১০০ মিটার ও ২০০ মিটার) জয় করলেন দ্যুতি। শুধু তাই নয়, জোড়া সোনা জয়ে চ্যাম্পিয়নশিপের সেরা মহিলা অ্যাথলিটও নির্বাচিত হয়েছেন দ্যুতি। শট পুটার তাজিন্দরপাল সিং তুর চ্যাম্পিয়নশিপের সেরা পুরুষ অ্যাথলিট নির্বাচিত হয়েছেন। নিজের পুরনো রেকর্ড ভেঙে এদিন নয়া জাতীয় রেকর্ড সেট করেন পঞ্জাবের এই শট পুটার।
দ্যুতির পাশাপাশি ৫৯তম জাতীয় ওপেন অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ইভেন্টে ডাবল জয় করলেন রেলওয়েজের পি ইউ চিত্রা। ১৫০০ মিটারে সোনা জয়ের পর এদিন ৮০০ মিটার ইভেন্টও নিজের নামে করে নেন তিনি। লিলি দাসের অনুপস্থিতিতে ৮০০মিটারে চিত্রার সোনা জয়ের একপ্রকার নিশ্চিতই ছিল। ০৪.৫৯ সেকেন্ড সময়ে শেষ করে এদিন তাতে সিলমোহর দেন চিত্রা।