সোমবার ভারতীয় প্রজাতন্ত্রের মুখ হিসেবে প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু। ১৫ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন তিনি। শপথ গ্রহণ করে তিনি জানিয়েছেন, ”সমাজের দরিদ্র ও প্রান্তিক মানুষও স্বপ্ন দেখতে পারে, তাঁদের স্বপ্নও পূরণ হয়। এটিই প্রমাণ যে দরিদ্ররাও স্বপ্ন দেখতে পারে এবং তাঁদের স্বপ্ন পূরণও করতে পারে।” দেশের প্রধান বিচারপতি এনভি রমনা সংসদের সেন্ট্রাল হলে শপথবাক্য পাঠ করালেন দ্রৌপদী মুর্মুকে।
এখানে জানিয়ে রাখি, দ্রৌপদী প্রথম আদিবাসী মহিলা হিসেবে দেশের সর্বোচ্চ নাগরিকের আসনে বসলেন। শপথ নেওয়ার আগে তিনি দেখা করেছিলেন বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে। দ্রৌপদী মুর্মু কী রকমের শাড়ি পরবেন, সেই নিয়ে প্রথম থেকেই চর্চা ছিল। মনে করা হয়েছিল, তিনি সনাতনী সাঁওতালি শাড়ি বেছে নেবেন, রাষ্ট্রপতি পদে শপথ নেওয়ার সময়। এর জন্য শনিবার দিল্লিতে গিয়েছিলেন দ্রৌপদীর ভ্রাতৃজায়া সুকরি টুডু। তিনি জানিয়েছিলেন, ”দিদির জন্য আমি সাঁওতালদের ঐতিহ্যবাহী শাড়ি নিয়ে যাচ্ছি। আশা করছি, শপথ অনুষ্ঠানে দিদি এই শাড়িটাই পরবেন। তবে আমি জানি না, শেষ পর্যন্ত কী হবে? দিদি কোন শাড়ি পরবেন? কারণ, নতুন রাষ্ট্রপতির পোশাক নিয়ে সিদ্ধান্ত রাষ্ট্রপতি ভবনই নেবে।”
আদিবাসী উপজাতি সমাজের অন্তর্ভুক্ত হয়েও রাষ্ট্রপতি হওয়ার সুযোগ পেয়েছেন দ্রৌপদী। শপথ গ্রহণ অনুষ্ঠানে দ্রৌপদী বলেন, ”আমি আদিবাসী সমাজের অন্তর্গত, এবং আমি ওয়ার্ড কাউন্সিলর থেকে আজ ভারতের রাষ্ট্রপতি হওয়ার সুযোগ পেয়েছি। এটাই ভারতের মাহাত্ম্য। ভারত মাতার জয়।”
2022-07-26