গোটা দেশজুড়ে ১৬ জানুয়ারি থেকে করোনা প্রতিষেধক টিকাকরণ কর্মসূচি শুরু হবে। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে হওয়া এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম দফায় স্বাস্থ্যকর্মী এবং ফ্রন্টলাইন ওয়ার্কারদের প্রতিষেধক দেওয়া হবে। দেশজুড়ে এর সংখ্যা প্রায় তিন লক্ষ। এদিনের বৈঠকে টিকা প্রদান কর্মসূচির জন্য দেশের প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল কতটা প্রস্তুত এবং বর্তমান করোনা পরিস্থিতি কোন খাতে বইছে তার খতিয়ান নেন প্রধানমন্ত্রী। অতি গুরুত্বপূর্ন এই বৈঠকে উপস্থিত ছিলেন ক্যাবিনেট সচিব, প্রধান সচিব, স্বাস্থ্য সচিব এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। ভারতে কোভিশিল্ড এবং কো-ভ্যাকসিনের জরুরী ভিত্তিক ব্যবহারের ওপর ছাড়পত্র দেওয়া হয়েছিল। এদিনের বৈঠকে প্রতিষেধক দেওয়ার যাবতীয় পরিকাঠামো এবং বৈজ্ঞানিক ভিত্তি নিয়েও আলোচনা হয়েছে।
2021-01-09