লকডাউন নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। এবার রাহুলকে পাল্টা আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ (Ravi Shankar Prasad)। বুধবার কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেছেন, মিথ্যে ছড়াবেন না রাহুল, লকডাউন নিয়েছে বিশ্বের পরিসংখ্যান দেখে কথা বলুন।
কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, সর্বপ্রথম পঞ্জাবে লকডাউন ঘোষণা করা হয়, তারপর রাজস্থান। এখন প্রধানমন্ত্রীর সঙ্গে দেশের মুখ্যমন্ত্রীদের বৈঠকের প্রাক্কালে মহারাষ্ট্র এবং পঞ্জাব, এই দুই রাজ্যই সর্বপ্রথম ৩১ মে পর্যন্ত লকডাউন বাড়িয়েছে। রাহুলকে কটাক্ষ করে রবিশঙ্কর বলেছেন, রাহুল গান্ধী জি, আপনি বলছেন লকডাউন কোনও সমাধান নয়, তাহলে কেন নিজেদের মুখ্যমন্ত্রীদেরই একথা বলছেন না? অথবা তাঁরা কী আপনার কথা শুনছেন না, নাকি আপনার মতামতকে তাঁরা গুরুত্ব দিচ্ছেন না। তাই মিথ্যে ছড়াবেন না, লকডাউন নিয়েছে বিশ্বের পরিসংখ্যান দেখে তবেই কথা বলুন।