এক টানা তিন সপ্তাহ তথা ২১ দিন দেশ লক ডাউন থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে এই ঘোষণা শোনার পর গোটা দেশে কী প্রতিক্রিয়া হতে পারে তা প্রত্যাশিতই ছিল। কারণ পরক্ষণেই সাধারণ মানুষের কথায় একটা প্রশ্নই এসেছে, এই একুশ দিন খাব কী, দোকান খোলা থাকবে কী, দোকান খোলা থাকলেও চাল, ডাল, ডিম, দুধ, মাছ, মাংস, ফল, সবজির সরবরাহই বা কি অব্যহত থাকবে?
মানুষ যে এই আতঙ্কে ভুগে হুড়মুড়িয়ে কেনাকাটা শুরু করে দিতে পারেন সেই আশঙ্কা সরকারের শীর্ষ কর্তাদেরও রয়েছে। তাই এ দিন জাতির উদ্দেশে বক্তৃতার পর ফের একটি টুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। অত্যবশকীয় পণ্য, ওষুধবিষুধ ইত্যাদি সবেরই সরবরাহ অব্যহত থাকবে। কেন্দ্র সরকার রাজ্য সরকারগুলির সঙ্গে সমন্বয় রেখে তা সুনিশ্চিত করবে।”