থানা নয়। কোনও সমস্যায় পড়লে গ্রাম কমিটিকে জানাতে হবে। না, রাজস্থান বা হরিয়ানার কোনও গ্রাম নয়। খাপ পঞ্চায়েতের এমন ছবি দেখা গেল পূর্ব মেদিনীপুরের মহিষাদলে। সোমবার সকালে রাস্তার মোড়ে, বাড়ির দেওয়ালে দেখা গিয়েছে এমন ফতোয়া। যা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
মহিষাদলের চকদ্বারিবেড়্যার গ্রাম্য কমিটি একগুচ্ছ ফতোয়া জারি করে। তা ছাপিয়ে গ্রামের সকলের বাড়িতে বাড়িতে বিলি করা হয়। কী রয়েছে সেই লিফলেটে? সেখানে বলা হয়েছে, গ্রামের কারও কোনও সমস্যা হলে থানায় যাওয়া চলবে না। নিজের সমস্যা জানাতে হবে গ্রাম কমিটিকে।
শুধু তাই নয়, গ্রামের কোনও ছেলে বিয়ে করে বউ নিয়ে গ্রামে ফিরলে অথবা গ্রামের মেয়ে বাড়ি ছেড়ে চলে গেলে, গ্রাম কমিটির ধার্য্য চাঁদার নামে জরিমানা দিতে হবে বলেও ঘোষণা করা হয়েছে। গ্রামের প্রত্যেককে এই ফতোয়া মানতে হবে, না হলে জরিমানা দিতে হবে বলেও গ্রাম কমিটির তরফে জানানো হয়েছে।
এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির অভিযোগ, গ্রাম কমিটির নামে তৃণমূল নেতারা এই ধরনের লিফলেট বিলি করে পঞ্চায়েত ভোটের আগে গ্রামবাসীদের ভয় দেখিয়ে বসে রাখতে চাইছে। যদিও ফতোয়া তৃণমূল জারি করেনি দাবি জানিয়ে মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী বলেন, ‘এই ধরনের ফতোয়া কোনভাবে মেনে নেওয়া হবে না। কে বা কারা এটা জারি করেছে প্রশাসনকে দিয়ে খোঁজ নিয়ে দেখছি। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’।