একটি সম্প্রদায়কে পুরোপুরি বয়কটের ডাক দিলেন বিজেপি সাংসদ প্রবেশ সিং বর্মা। তিনি কারও নাম নেননি। তবে তাঁর নিশানায় যে মুসলিম সম্প্রদায় ছিল, সেটা স্পষ্ট। দিল্লির দিলশাদ গার্ডেনে বিশ্ব হিন্দু পরিষদের একটি জনসভায় বক্তৃতা রাখার সময় প্রবেশ বর্মা বলেন, ‘ওদের কোনও কাজ দেবেন না। ওদের থেকে কিছু কিনবেন না। তাহলেই সব সোজা পথে চলবে।’
প্রসঙ্গত, দিলশাদ গার্ডেনের পাশেই মণীশ নামের এক যুবককে সম্প্রতি খুন করা হয়েছিল। এই খুনের ঘটনায় অভিযুক্ত তিন মুসলিম যুবক। এই আবহে ‘জন আক্রোশ’ সভা অনুষ্ঠিত করে বিশ্ব হিন্দু পরিষদ। সেখানেই উপস্থিত ছিলেন একাধিক বিজেপি নেতা।
বিজেপি সাংসদ প্রবেশ বলেন, ‘তাদের স্টল থেকে সবজি কেনার দরকার নেই। তাদের মাংসের দোকান আছে; লাইসেন্স ছাড়া যেসব মাংসের দোকান চলছে সেগুলো বন্ধ করতে হবে। আপনি যদি তাদের সোজা করতে চান তবে একমাত্র সমাধান হল সম্পূর্ণ বয়কট’। এই সভাতে দাঁড়িয়েই উত্তরপ্রদেশ বিজেপির মালা নন্দ কিশোর গুর্জার বলেন, ‘আমাদের সুন্দর শহরটা শুয়োরদের হয়ে যাচ্ছে।’
মুসলিমদের আর্থিক বয়কট করার জন্য উস্কানি দেওয়ায় বিজেপি সাংসদের নিন্দা করে কংগ্রেস। কংগ্রেসের মুখপাত্র ডঃ শামা মোহাম্মদ টুইট করে লেখেন, ‘বিজেপি সাংসদ পরবেশ বর্মা দিল্লির জনগণকে মুসলমানদের আর্থিক বয়কট করার নির্দেশ দিয়েছেন। সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানোর জন্য এই ব্যক্তির বিরুদ্ধে কি কোনও ব্যবস্থা নেবে দিল্লি পুলিশ’?