সামাজিক কাজ করুন, খ্যাতি খুঁজবেন না: কর্মীদের উদ্দেশ্যে আরএসএস প্রধান মোহন ভাগবত

সামাজিক কাজ করুন, খ্যাতি খুঁজবেন না: কর্মীদের উদ্দেশ্যে আরএসএস প্রধান মোহন ভাগবত

শনিবার জামডোলিতে কেশব বিদ্যাপীঠে সেবাসঙ্গমের দ্বিতীয় দিনে সারাদেশ থেকে আসা রাষ্ট্রীয় সেবা ভারতীর প্রতিনিধিদের উদ্দেশ্যে ভাষন দেওয়ার সময় খ্যাতির কথা না ভেবে সমাজসেবা করার জন্য আহ্বান জানান।

সংগঠিত থাকার উপর জোর দিয়ে ভাগবত বলেন, “ সংগঠিত শক্তিই বিজয়ী হয়। আমরা নীরব কর্মীরা বিশ্বের মঙ্গল চাই এবং সেইজন্য আমাদের একটি শক্তিশালী ‘সংঘ শক্তি’ প্রয়োজন।”

তিনি বলেন যে‚ এটাই প্রকৃতির ধর্ম যে শক্তি না থাকলে ভালো কাজও কেউ তাকিয়ে দেখে না। ……ধর্ম রক্ষা করেই জাতির জন্যে চূড়ান্ত গৌরব অর্জন করা সম্ভব। স্বয়ংসেবকদের তিনি আহ্বান জানান‚ আরও সুন্দর একটা বিশ্ব নির্মানের জন্যে। সেই জন্যই প্রয়োজন একটি বৃহৎ গোষ্ঠীর। স্বয়ংসেবকদের সেই জন্যে নিঃস্বার্থ সেবা করার অভ্যাস করতে হবে।

ভাগবত জানান যে সংঘ তার স্বয়ংসেবকদের সমাজসেবা করতে অনুপ্রাণিত করেছিল বলেই রাষ্ট্রীয় সেবা ভারতী (আরএসবি) এর জন্ম হয়েছিল। একটি অলাভজনক সংস্থা যা আরএসএস-এর আদর্শকে অনুসরণ করে।

“আমরা নিজেদের ঢাক নিজেরা পেটাবো বা বা চাইবো না অন্যরা আমাদের প্রশংসা করুক। যে বিষয়ে আমাদের ঐক্যমত হয়েছে তা আমাদের অনুসরণ করতে হবে। কোনো বিষয়ে ব্যক্তিগত মতবিরোধ থাকলেও এর সাফল্যের জন্য কাজ করতে হবে। সেবামূলক কাজে উৎসাহের চেয়ে বোধের প্রয়োজন বেশি,” – তিনি বলেন।

স্বয়ংসেবকরা সমাজসেবা করলে জনপ্রিয় হবে। কিন্তু জনপ্রিয়তার কথা ভাবা স্বয়ংসেবকদের উচিত হবে না। অহংকার কখনোই মানুষের কাজে বাঁধা হয়ে ওঠা উচিৎ না।…………কেউ যদি জনকল্যানের কাজ করতে চায় তার জন্যে তাকে নম্র হতে হবে‚ আক্রমণাত্মক নয়। তর্কাতর্কি কখনোই কাম্য নয় বলে তিনি জানান।……তিনি স্পষ্ট করে দেন যে‚ “আমরা অসাধারণ কিছু করছি না। আমরা কেবল সমাজের প্রতি আমাদের দায়িত্ব পালন করছি…. এটিই সব কিছুর মূল কথা হওয়া উচিত।

প্রসঙ্গত উল্লেখ্য‚ রাষ্ট্রীয় সেবা ভারতীর তিন দিনব্যাপী কনক্লেভে সারা দেশ থেকে ৮০০ টিরও বেশি স্বেচ্ছাসেবী সংস্থার হাজার হাজার প্রতিনিধি অংশ নিয়েছেন।

সৌভিক দত্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.