এখনও সিবিআই হেফাজতে পি চিদম্বরম। তার মধ্যেই নতুন অস্বস্তি কংগ্রেসের।
কর্ণাটকের প্রবীণ কংগ্রেস নেতা ডি কে শিবকুমারকে গ্রেফতার করল ইডি। তাঁর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ। সেই মামলার তদন্তে শিবকুমার সহযোগিতা করছেন না অভিযোগে এদিন গ্রেফতার করে ইডি।
চারদিন ধরে দফায় দফায় জেরা করা হয় শিবকুমারকে। এর পরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁকে গ্রেফতার করে মঙ্গলবার। তাঁকে হেফাজতে নিয়ে জেরা করতে চায় ইডি। বুধবার সিবিআই আদালতে পেশ করা হবে।
জেরার জন্য ইডির তরফে কর্ণাটকের জেডিএস ও কংগ্রেসের জোট সরকারের মন্ত্রী শিবকুমারকে দিল্লিতে তলব করা হয়েছিল।
চিদম্বরেমের মতো তিনিও আগাম জামিনের আবেদন করেছিলেন। কিন্তু কর্ণাটক হাইকোর্ট তাঁর আগাম জামিনের মামলা খারিজ করে দেয়। এর পরেই ইডি তাঁকে দিল্লিতে তলব করে। সেখানেই চার দিন তাঁকে জেরা করেন তদন্তকারীরা। তেমনই জেরা চলছিল মঙ্গলবার। দীর্ঘ সময় জেরার মধ্যেই তাঁকে গ্রেফতার করা হয়।