দীপাবলি পরবর্তী সময় যেন খুশির খবর ডেকে আনল মধ্যবিত্তের জন্য। একলাফে অনেকটা দাম কমল এলপিজি সিলিন্ডারের। মূল্য হ্রাসের পরে এলপিজি গ্যাস সিলিন্ডারের নয়া মূল্য কার্যকরী হতে চলেছে ১লা নভেম্বর থেকেই। যদিও, এই মূল্য হ্রাস কার্যকরী হয়েছে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারে, ঘরোয়া সিলিন্ডারে নয়।
নয়া ঘোষণার ভিত্তিতে জানা গেছে, বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারে মূল্য প্রায় ১১৫ টাকা কমেছে। এই ঘোষণার জেরে দেশের বিভিন্ন এলাকায় বর্তমান দাম প্রকাশ্যে এসেছে। ঘোষণা অনুযায়ী, কলকাতায় বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমেছে ১১৩ টাকা। অপরদিকে, দিল্লি, মুম্বাই ও চেন্নাইয়ে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছে যথাক্রমে – ১১৫.৫, ১১৫.৫, ও ১১৬.৫ টাকা।
বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের মূল্য এর আগে ১লা অক্টোবরে কমে ছিল। সেইবারে সিলিন্ডার প্রতি ২৫ টাকা কমার পরে নতুন করে ১লা নভেম্বর তারিখে প্রায় ১১৫ টাকা কমল। উল্লেখ্য, ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম শেষবার কমেছিল ৬ই জুলাই তারিখে। তারপর থেকে আপাতত এখনও পর্যন্ত ঘরোয়া সিলিন্ডারের মূল্য কমেনি।