২০২১ বিধানসভা নির্বাচনের আগে তিন কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনকে নিজেদের শক্তি যাচাই করতে চেয়েছিল বঙ্গ বিজেপি। নির্বাচনের আগে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী থেকেও মুখরক্ষা হয়নি তাঁদের। একটি আসনও দখল করতে পারে নি গেরুয়া শিবির। আর এই ভরাডুবির পিছনে অন্যতম কারণ হিসাবে উঠে আসছে এনআরসি ইস্যু। বিজেপির এনআরসি বিলের ফলেই মানুষ তাঁদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলে মত বহু রাজনৈতিক বিশেষজ্ঞদের। এবারে এই এনআরসি ইস্যু নিয়েই অন্য রণকৌশল নিতে চলেছে বিজেপি শীর্ষ নেতৃত্ব।
উপনির্বাচনে হারার পর শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপির সভাপতি দিলীপবাবু বলেন, ‘এনআরসি নিয়ে মমতা মিথ্যা ভয় দেখিয়েছে, নাগরিকত্ব সংশোধনী বিলের কথা মমতা চেপে গিয়েছে। আমরা মানুষকে বোঝাব, আগে নাগরিকত্ব সংশোধনী বিল, তারপর এনআরসি। প্রত্যেক হিন্দু শরণার্থীই নাগরিকত্ব পাবেন।’