অমিত শাহের (Amit Shah) ভার্চুয়াল সভাকে ঐতিহাসিক করে তুলতে রাজ্যবাসীর কাছে আবেদন জানালেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দলের রাজ্য সভাপতি এক ভিডিও বার্তায় বলেন, আমরা অমিত শাহের ভার্চুয়াল সভায় থাকছি। আপনারাও এইসভায় মঙ্গলবার যোগদান করবেন এই আশারাখি। আসুন সবাই মিলে আগামীকালের সভাকে বিশ্বরেকর্ড করি।
অন্যদিকে রাজ্য বিজেপির সাধারন সম্পাদক সায়ন্তন বসু বলেন, আসুন সবাই মিলে বেলা ১১টায় অমিত শাহর সভায় যোগদান করি। সোস্যাল মিডিয়ার মাধ্যমে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শোনার জন্য রাজ্যবাসীর কাছে আবেদন করেন তিনি। পাশাপাশি সোস্যাল মিডিয়ায় অমিত শাহর বক্তব্যের উপরে মানুষকে মতামত রাখার কথাও বলেন সায়ন্তন বসু। তিনি বলেন, বিজেপি সবার মতামত নিতে চায়। তাই যারা অমিত শাহর বক্তব্যের পরে মতামত দিতে চান বিজেপি তাদের মতামত নেবে বলে জানান সায়ন্তন বসু।
করোনা পরিস্থিতিতে রাজ্যে এসে জনসভা করা সম্ভব নয় অমিত শাহর। এই অবস্থায় তার বক্তব্য বাংলার মানুষের কাছে পৌছেদেওয়াটা অত্যন্ত জরুরী বলে মনে করছেন বিজেপি নেতৃত্ব। সেইজন্য আগামীকাল তথ্যপ্রযুক্তিকে হাতিয়ার করে বাংলার মানুষের জন্য সভা করছেন অমিত শাহ। আমফানের তান্ডবের পর কেন্দ্রীয় সরকার বাংলার জন্য কি কি করেছে তাই ভার্চুয়াল সভায় বলবেন অমিত শাহ। পাশাপাশি করোনার সময় স্বরাষ্ট্রমন্ত্রক কিভাবে রাজ্য সরকারের পাশে ছিলো তা নিয়েও বক্তব্য রাখার সম্ভবনা রয়েছে অমিত শাহর।