ভোপাল লোকসভা আসনের BJP প্রার্থী সাধ্বী প্রজ্ঞা (Sadhvi Pragya) ঠাকুর রবিবার ভোপালে নিজের ভোট দেন। যদিও ওনার বিরুদ্ধে ওই আসনে দাঁড়ানো কংগ্রেস প্রার্থী দিগ্বিজয় সিং (Digvijaya Singh) নিজের জন্য ভোট দিতে পারলেন না। কারণ তিনি ভোপাল লোকসভা আসনের ভোটার না। সাধ্বী প্রজ্ঞা ঠাকুর আজ সকালে রেবেরা টাউন ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দেন।
আপনাদের জানিয়ে রাখি, ভোটার তালিকায় দিগ্বিজয় সিং এর নাম মধ্যপ্রদেশের রাজগড় লোকসভা আসনে রয়েছে। ওই লোকসভা আসনের অন্তর্গত রাঘৌগড় এলাকায় ওনার পৈতৃক ভিটে। আর এইজন্য উনি নিজে নিজের হয়ে ভোট দিতে পারলেন না। দিগ্বিজয় সিং ১০ বছর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। উনি ১৯৯৩ থেকে ২০০৩ পর্যন্ত মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রীর পদে ছিলেন। এরপর বিজেপি ক্ষমতায় এসে শিবরাজ সিং চৌহানকে মুখ্যমন্ত্রী বানায়। আর তিনি ১৫ বছর মধ্যপ্রদেশে ক্ষমতায় ছিলেন।
BJP’র তরফ থেকে হিন্দু আইকন সাধ্বী প্রজ্ঞাকে দিগ্বিজয় সিং এর বিরুদ্ধে মাঠে নামানোর পর ভোপাল লোকসভা আসন দেশের হট সিটের মধ্যে একটি হয়ে গেছে। নির্বাচনী প্রচারের সময় এই আসন প্রচারের কেন্দ্রবিন্দু হয়ে ছিল।
BJP’র দুর্গ বলে পরিচিত এই আসনে দিগ্বিজয় সিংকে জেতানোর জন্য কম্পিউটার বাবা অনেক সাধু সন্তদের নিয়ে ১.৫ কুইন্টাল শুকনো লঙ্কা দিয়ে যজ্ঞ করেছিলেন। এমনকি এক সাধু বলেছিলেন, দিগ্বিজয় সিং যদি না জেতে তাহলে তিনি ওই জজ্ঞেই সমাধিস্ত হবেন।
কম্পিউটার বাবা দিগ্বিজয় সিংকে জেতানোর জন্য শুধু প্রচার আর যজ্ঞ করেই থেমে থাকেন নি। উনি মহা তন্ত্র-মন্ত্রও করেছেন বলে জানা যায়। এমনকি কম্পিউটার বাবা দিগ্বিজয় সিং এর সাথে একটি রোড শো করেছিলেন।