ডিজিটাল কারেন্সি নিয়ে এসেছে মোদী সরকার। কিন্তু তাতে গান্ধীজির ছবি নেই। এতেই অসন্তুষ্ট মহাত্মা গান্ধীর বংশধর তুষার অরুণ গান্ধী। অভিমানের সুরে কেন্দ্রের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এবার কাগজের নোট থেকেও গান্ধীজির ছবি সরিয়ে দিন’।
এই নিয়ে একটি টুইট করেছেন তুষার। তিনি লিখেছেন, ‘আরবিআই আর ভারত সরকারকে আমার ধন্যবাদ। নতুন ডিজিটাল কারেন্সিতে বাপুর ছবি নেই। এবার কাগজের নোট থেকেও বাপুর ছবি সরিয়ে দিন’।
চলতি মাসের প্রথম দিকে আরবিআই দেশের চারটি শহরে প্রথম পাইলট প্রজেক্ট হিসাবে ডিজিটাল কারেন্সি চালু করেছে। মুম্বই, নিউ দিল্লি, বেঙ্গালুরু ও ভুবনেশ্বরে। এদিকে কাগুজে নোট থেকে ডিজিটাল কারেন্সির এই পরিবর্তন নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। নতুন করে সূচনা হচ্ছে ই-কারেন্সির। বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই কাগজের নোটের প্রতি নির্ভরশীলতা রয়েছে সাধারণ মানুষের।
আরবিআই সূত্রে খবর, এটা অনেকটা ডিজিটাল টোকেন বলেই পরিচিত। একেবারে অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে এই ডিজিটাল টাকা তৈরি হয়েছে। কীভাবে মিলবে এই ডিজিটাল নোট? সূত্রের খবর, মোবাইল অ্য়াপে ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে এই ই-কারেন্সি পাওয়া যাবে। ব্যাঙ্কের মাধ্যমে এটি সংগ্রহ করা সম্ভব। যে পরিমাণ ই- কারেন্সির জন্য কোনও নাগরিক অনুরোধ করবেন সেটা তাঁর ডিজিটাল রুপি ওয়ালেটে জড়ো হবে।