পরীক্ষা হয়েছে। যোগ্য প্রার্থীদের নিয়ে তৈরি হয়েছে তালিকাও। কিন্তু দেড় বছর ধরে বন্ধ খাদ্যদফতরের নিয়োগ প্রক্রিয়া। এমন অভিযোগ তুলে শুক্রবার সকালে টালিগঞ্জের পিএসসি ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন কয়েকশো চাকরি প্রার্থী। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। প্রবল গরমে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন বিক্ষোভকারী। শেষে চাকরি প্রার্থীদের আটক করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ।
রাজ্য সরকারের খাদ্যদপ্তরে এসআই নিয়োগের কথা ছিল। পিএসসি পরীক্ষার মাধ্যমে যোগ্যতা প্রমাণের পর চূড়ান্ত নিয়োগ তালিকায় নাম থাকা সত্ত্বেও নিয়োগপত্র পাননি অনেকেই। একাধিকবার দপ্তরে যোগাযোগ করেও কোনও সুরাহা হয়নি। এর প্রতিবাদে এবং দ্রুত নিয়োগের দাবি নিয়ে শুক্রবার টালিগঞ্জের মুদিয়ালি এলাকায় পিএসসি ভবনের সামনে তাঁরা অবস্থান বিক্ষোভ শুরু করেন। দাবি একটাই – দ্রুত নিয়োগপত্র দিতে হবে।
চাকরিপ্রার্থীদের অবস্থান বিক্ষোভ ঘিরে আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পিএসসি ভবনের মতো হাই সিকিউরিটি জোনে এমন বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। বিক্ষোভকারীদের সঙ্গে হাতাহাতি বেঁধে যায় পুলিশের। টেনে-হিঁচড়ে তাঁদের প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করে পুলিশ। বিক্ষোভকারীদের অভিযোগ, শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে পুলিশ অত্যাচার চালিয়েছে। এনিয়ে ধুন্ধুমার হয়ে ওঠে মুদিয়ালি এলাকা।
নিয়োগ নিয়ে কী হয়েছে আদালতে? সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইকে তদন্ত করতে দেওয়া হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের প্রোগ্রাম অফিসার সমরজিৎ আচার্যকে মামলায় যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী এসএসসি গ্রুপ–ডি নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন উপদেষ্টাকে প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা যাবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে খাদ্য দফতরে দ্রুত নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখালেন চাকরি প্রার্থীরা।