অন্যের ঘরে আগুন লাগাতে গিয়ে নিজের ঘর জ্বলে পুড়ে ছারখার হতে চলেছে পাকিস্তানের।
বহুদিন ধরেই পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অধিবাসীরা পাকিস্তানী সেনাবাহিনীর অত্যাচার ও সরকারের বঞ্চনার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছিলেন, এবার দেখা গেলো তারই প্রতিফলন।
হাজার হাজার অধিবাসী এবার দাবি করলো ‘আজাদী’ অর্থাৎ পাকিস্তানের স্বৈরাচার থেকে স্বাধীনতা।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই বিদ্রোহের সুর জোর পায়। পি এম এল এন-এর মারিয়াম নাওয়াজ শরীফের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে অধিকৃত কাশ্মীরের লোকজন ক্ষমতাসীন পি টি আই সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে বলছে ‘আমরা পাকিস্তান থেকে আজাদী চাই।
“আজকে পি টি আই-য়ের ভুয়ো বিজয়ের দিনেই স্বাধীন কাশ্মীরের আওয়াজ উঠলো। যখন সরকার জনসাধারণের কণ্ঠ রোধ করে সরকার তখন এমনটাই হয়” মরিয়ম নাওয়াজ টুইটারে বলেন।
ভোটে ইমরান খানের দল ৪৫ আসনের ২৫ টিতে জয়ী হয়, কিন্তু জনগণের অভিযোগ সেনাবাহিনীকে কাজে লাগিয়ে রিগিং করে নির্বাচন জিতেছে পি টি আই।