সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণে নজরদারি রাখতে আরোগ্য সেতু অ্যাপ নিয়ে এসেছিল কেন্দ্র। এবার এই অ্যাপের মাধ্যমে সম্ভাব্য সংক্রমণ খুঁজে পাওয়া গেল। আরোগ্য সেতু অ্যাপ ব্যবহার করেই এই ব্যক্তিরা সম্ভাব্য সংক্রমণের তথ্য জানিয়েছিলেন। আপাতর এই ব্যক্তিদের নমুনা সংগ্রহ হয়েছে। পরীক্ষার ফলাফল জানা যায়নি।
তিন ব্যক্তির ফোনে আরোগ্য সেতু আপ্ল ডাউনলোড করে বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। সংক্রমণের ঝুঁকি সম্পর্কে জানতে এই প্রশ্নগুলির উত্তর দেওয়া বাধ্যতামূলক।
এই তিন ব্যক্তির সংক্রমণের ঝুঁকি বেশি থাকার কারণে তাঁদের হেল্পলাইনে যোগাযোগ করতে অথবা স্বাস্থ্য মন্ত্রকে জানাতে অনুরোধ করা হয়। অ্যাপ থেকেই সরাসরি স্বাস্থ্য মন্ত্রকে খবর পাঠিয়ে দেন এই ব্যক্তিরা।
“এই তিন ব্যক্তির নাম, ঠিকানা ও ফোন নম্বর সংগ্রহ করে তাদের বাড়িতে স্বাস্থ্য কর্মী পৌঁছে যান। তার পরে নমুনা সংগ্রহ করা হয়েছে। ইতিমধ্যেই পরীক্ষার জন্য এই নমুনা পাঠানো হয়েছে।” বলেন স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক।
তিনি আরও বলেন আরও বেশি সংখ্যক মানুশ আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করলে সরকারের করোনাভাইরাস সংক্রমণ খূঁজার কাজে সুবিধা হবে।
এপ্রিলের শুরুতে করোনাভাইরাস ট্র্যাকিংয়ের জন্য হাজির হয়েছে আরোগ্য সেতু অ্যাপ। কোভিড ১৯ সংক্রমণের ঝুঁকি সম্পর্কে অবগত করবে এই অ্যাপ। ব্লুটুথ ও লোকেশন ট্র্যাক করে আপনার চারপাশের সংক্রমণের কথা মাথায় রেখে এই সংক্রমণের ঝুঁকি জানিয়ে দেবে আরোগ্য সেতু অ্যাপ। স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে নিয়মিত দেশবাসীকে এই অ্যাপ ইন্সটল করার অনুরোধ জানাচ্ছেন আধিকারিকরা।
অ্যানড্রয়েড ও আইওএস গ্রাহকরা আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করতে পারবেন। আরোগ্য ও সেতুর মধ্যে কোন স্পেস থাকছে না। ‘AarogyaSetu’ নামে এই অ্যাপ সার্চ করুন।
এই অ্যাপ ইন্সটল করার পরে প্রথমেই ভাষার পছন্দ করতে বলবে। বাংলা, ইংরাজি ও হিন্দি ছাড়াও বিভিন্ন প্রাদেশিক ভাষায় এই অ্যাপ ব্যবহার করা যাবে।