বিচ্ছিন্নতাবাদী সংগঠন তেহরিক-ই-হুরিয়তের চেয়ারম্যান মহম্মদ আশরফ সহরাইকে (Mohammad Ashraf Sahrai)
আটক করেছে জম্মু ও
কাশ্মীর পুলিশ
। রবিবার
সকালে তার বাসভবনে গিয়ে
পুলিশ তাকে আটক করে। জানা
গিয়েছে এই তেহরিক-ই-হুরিয়তের সর্বেসর্বা ছিলেন সৈয়দ আলি
শাহ গিলানি।তার
পদত্যাগের পরেই সংগঠনের চেয়ারম্যান
পদে বসেন মহম্মদ আশরফ
সহরাই
(Mohammad Ashraf Sahrai)। 

মনে
করা হচ্ছে কেন্দ্রশাসিত জম্মু
ও কাশ্মীরে বিচ্ছিন্নতার বার্তা ছড়ানোর অপরাধের
জন্যই মহম্মদ আশরফ সহরাইকে
আটক করা হয়েছে।
সম্প্রতি গত মাসে অল
পার্টি হুরিয়াত কনফারেন্স থেকে অবসর নেন
গিলানি। সেই
সঙ্গে তেহরিক-ই-হুরিয়তের
চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ
করেন তিনি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.