খোদ আদালতের নির্দেশ। তারপরেও কাশী বিশ্বনাথ মন্দির সংলগ্ন জ্ঞানবাপী মসজিদে ভিডিও জরিপে বাধা দিলেন স্থানীয় মুসলিমরা। তবে শেষ পর্যন্ত ইচ্ছে পূরণ হয়নি। পুলিশ এসে ছত্রভঙ্গ করে দেয় জনতাকে। তবে এজন্য জরিপের কাজ শুরু করতে দেরি হয়েছে।
শুক্রবার ভিডিও জরিপ করতে বারাণসীর জ্ঞানবাপী মসজিদে পৌঁছয় আইনজীবী ও এএসআইয়ের একটি দল। কিন্তু মসজিদে ঢোকার মুখে তাঁদের বাধা দেন মুসলিমরা। ওঠে ‘আল্লা হু আকবর’, ‘নারায়ে তাকবীর’ স্লোগান। একটা সময় পাশের মন্দির থেকেও ‘হর হর মহাদেব’ স্লোগান উঠতে থাকে। পরিস্থিতি বেগতিক বুঝে আসরে নামে পুলিশ। সরিয়ে দেওয়া হয় বিক্ষোভকারীদের। শুরু হয় জরিপের কাজ।
মসজিদ কমিটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা গৌরী এবং দেবের মূর্তির ভিডিওগ্রাফি এবং জরিপের বিরুদ্ধেও প্রতিবাদ করেন। ইতিমধ্যেই বিষয়টির বিরোধিতা করেছেন আঞ্জুমানে ইনসানজারিয়া মসজিদ কমিটির সেক্রেটারি। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সতর্ক হয়েছে জেলা প্রশাসন এবং পুলিশ।
এরই মধ্যে কাশী বিশ্বনাথ মন্দিরের ৪ নম্বর গেটের সামনে নামাজ পড়া শুরু করেন এক মহিলা। মহিলাকে আটক করেছে পুলিশ। বারাণসীর পুলিশ কমিশনার এ সতীশ জানিয়েছেন মহিলার কাছ থেকে হিন্দু দেব দেবীদের ছবি উদ্ধার করা হয়েছে। যদিও ওই মহিলার পরিবারের তরফে দাবি, মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন ওই মহিলা। সব মিলিয়ে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।