পঞ্জশির উপত্যাকায় ব্যাপক ক্ষয় ক্ষতি হচ্ছে তালিবানদের। পঞ্জশিরের কাঁটা গলা থেকে বার করতে মরিয়া আক্রমণ চালায় তালিবানরা(Taliban), কিন্তু তা সত্ত্বেও চরম প্রতিকূলতার মধ্যেই মাসুদের (Masood) নেতৃত্বে নর্দান এলায়েন্স (Northern Alliance) লড়াই চালিয়ে যাচ্ছে।
প্রায় ৬০০ তালিবান নিহত হয়েছে গতকাল এবং ৭০০ তালিবান বন্দি হয়েছে মাসুদ বাহিনীর হাতে। ইসলামিক স্টেট্ খোরাসান ও আল-কায়েদা ও তালিবানের সম্মিলিত শক্তির বিরুদ্ধে লড়াই করে সীমিত শক্তি নিয়ে নর্থার্ন এলায়েন্স কতদিন প্রতিরোধ করতে পারবে তা নিয়ে সন্দেহ থাকলেও কোনো পশ্চিমী দেশ তাদের সাহায্যে এগিয়ে আসছে না।
এদিকে ওপর একটি বিশাল তালিবান বাহিনী আটকে আছে খোয়াক পাস-এ। এই পাস দিয়েই আচমকা আক্রমণের ছক কষেছিল তালিবান , কিন্তু তাজিকিস্তান (Tazikistan) এর গোয়েন্দা সংস্থার থেকে সেই খবর পেয়ে যায় নর্দান এলায়েন্স আর এর পরেই শুরু হয় খোয়াক পাস এর দুই দিক থেকে সাঁড়াশি আক্রমণ। সেই আক্রমণে আনুমানিক তিন হাজার তালিবানের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে ।