কর্ণাটকে হিজাব পরে আসায় ২ ছাত্রীকে বসতে দেওয়া হয়নি বোর্ডের পরীক্ষায়। সেই নিয়ে তুঙ্গে উঠেছিল বিতর্ক। এবার সেই আঁচ গড়াল যোগী রাজ্যে। হিজাব পরে আসায় ২ ছাত্রীকে সরকারি ট্যাব দিল না কলেজ। বঞ্চিত করা হল, সরকারি সুবিধা থেকে।
গাজিয়াবাদের মোদীনগর এলাকায় অবস্থিত গিন্নিদেবী কলেজের ঘটনা। সোমবার সরকারি ট্যাব বিলি করা হচ্ছিল পড়ুয়াদের। কিন্তু হিজাব পরে আসায় কলেজে ঢুকতে দেওয়া হয়নি মুসলিম পড়ুয়াদের। শুধু তাই নয়, তাঁদের ট্যাবও দেওয়া হয়নি। কলেজ কর্তৃপক্ষের স্পষ্ট বক্তব্য, পোশাকবিধি না মানায় ওঁই পড়ুয়াদের ট্যাব দেওয়া হয়নি।
কলেজের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার অভিযোগ, ফ্রি ট্যাবলেটের বিষয়ে জানতে অধ্যক্ষের কাছে গেলে কলেজ কর্তৃপক্ষ তাঁদের হিজাব খুলে ফেলতে বলে। ওই তরুণীর আরও অভিযোগ, কলেজ কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে ‘রূঢ়’ ব্যবহার করেছে।
কলেজের অধ্যক্ষ জানান যে তাঁরা শিক্ষার্থীদের মধ্যে ট্যাবলেট বিতরণ করছেন এবং কিছু শিক্ষার্থী ইউনিফর্মে ছিল না তাই তাদের কলেজের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। তিনি আরও বলেছেন যে পড়ুয়াদের যথাযথ ইউনিফর্মে থাকা নিশ্চিত করা ছাড়া তাঁদের উদ্দেশ্য আর কিছুই ছিল না।