রাতের তাপমাত্রা দ্রুততার সঙ্গে কমছে কাশ্মীর উপত্যকা এবং লাদাখে। জমে বরফ হয়ে গিয়েছে কাশ্মীর উপত্যকার বিভিন্ন প্রান্ত, হাড় হিম করা ঠাণ্ডায় কাঁপছে লাদাখ। জম্মুতে আবার কুয়াশার কারণে বিঘ্নিত হয়েছে যানবাহন চলাচল। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে দুই কেন্দ্রশাসিত অঞ্চলে।সোমবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১.৪ ডিগ্রি সেলসিয়াস, পহেলগামে মাইনাস ৬.৭ ডিগ্রি সেলসিয়াস এবং গুলমার্গে মাইনাস ৯ ডিগ্রি সেলসিয়াস। লাদাখের লেহ শহরে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১৩.২ ডিগ্রি সেলসিয়াস, কার্গিলে মাইনাস ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। জম্মুতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। প্রবল ঠাণ্ডায় কাশ্মীর উপত্যকা এবং লাদাখ এখন কাঁপছে। শ্বেতশুভ্র বরফে চাদরে ঢাকা পড়েছে কাশ্মীর ও লাদাখের বিভিন্ন প্রান্ত। এদিন সকালে ঘন কুয়াশায় ঢাকা ছিল জম্মু শহর। কুয়াশার কারণে দৃশ্যমানতা একেবারে তলানিতে পৌঁছে যায়। ফলে গাড়ি চলাচল করে ধীরে গতিতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যায়।
2020-12-14