রাজধানী দিল্লি ফের দূষণের কবলে। দূষণ রুখতে ইতিমধ্যেই কোমর বেঁধে নেমেও পড়েছে অরবিন্দ কেজরিওয়াল সরকার। দিল্লির বড়বড় নির্মাণস্থলে বসানো হয়েছে ধোঁয়া-বিরোধী অ্যান্টি-স্মগ গান। বাতাসে জমে থাকা ধূলিকণার পরিমাণ কমাতে পারে এই অ্যান্টি-স্মগ গান। দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই বুধবার জানিয়েছেন, আমাদের প্রধান লক্ষ্য হল ধূলিকণার কারণে তৈরি হওয়া দূষণ হ্রাস করা, এজন্য নির্দেশিকা জারি করা হয়েছে। বড়বড় নির্মাণস্থলে বসানো হয়েছে অ্যান্টি-স্মগ গান, এজন্য ৩৯টি নির্মাণস্থল চিহ্নিত করা হয়েছে।
বুধবার বেলা এগারোটা নাগাদ দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, দিল্লির আনন্দ বিহারের এয়ার কোয়ালিটি ইনডেক্স ২৬০-এ পৌঁছে যায় এবং রোহিণীতে ছিল ২৩৮। যা ভীষণ খারাপ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঘোষিত গাইডলাইন অনুযায়ী এটি স্বাভাবিকের থেকে বেশি। সেই দূষণের মাত্রা কমাতেই পরীক্ষামূলক ভাবে চালানো হয় অ্যান্টি-স্মগ গান। তবে, দিল্লির দূষণের মাত্রার হিসেবে এটিকে সাময়িক প্রতিকারের উপায় বলে মনে করছে পরিবেশবিদরা।