ভারতের সামরিক শক্তির সাক্ষী থাকল রাজধানী দিল্লির রাজপথ।
রবিবাসরীয় সকালে ৭১তম প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লির রাজপথে বর্ণাঢ্য প্যারেডে প্রদর্শিত করা হল আকাশ ওয়েপন সিস্টেম। এটি স্বল্প দূরত্বে আকাশে ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার একটি অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা। পাশাপাশি প্যারেডে দেখা গিয়েছে ধনুষ কামান, অত্যাধুনিক কে-৯ বজ্র ট্যাঙ্ক। সামরিক বাহিনী পরিকাঠামো ভিত্তি যে অনেক বেশি শক্তিশালী তা বোঝাতে প্রদর্শিত হল সর্বত্র ব্রিজ সিস্টেম। দিল্লির আকাশে গর্জন করতে দেখা যায় এমআই-১৭ এবং রুদ্র হেলিকপ্টার। পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে তৈরি ধ্রুব হেলিকপ্টার, আমেরিকা থেকে সদ্য সেনাবাহিনীতে আমদানি করা চিনুক এবং অ্যাপাচি হেলিকপ্টারও ছিল এদিনের অন্যতম আকর্ষণ। অ্যান্টি স্যাটেলাইট ওয়েপন এ-স্যাট এদিন প্যারেডে দেখা যায়।
নৌসেনা ট্যাবলোতে আকর্ষণ ছিল কলকাতা ক্লাস ডেস্ট্রয়ার এবং কালভারি ক্লাস সাবমেরিনের প্রতিলিপি। বায়ুসেনার ট্যাবলোতে আকর্ষণ ছিল রাফাল, তেজসের মতো যুদ্ধবিমান।
এর আগে ২১টি তোপধ্বনি সহযোগে জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। উপস্থিত ছিলেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয়মন্ত্রী সভার সদস্য। পাশাপাশি ছিলেন তিন বাহিনীর প্রধান।
2020-01-27