শুক্রবার ঘোষিত হয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠনের নির্বাচনের ফলাফল। এই ছাত্র সংগঠনের নির্বাচনে চারটি আসনের মধ্যে আরএসএসের ছাত্রসংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি জিতেছে তিনটি আসনে। একটি আসন পেয়েছে কংগ্রেসের এন এস ইউ আই।
উত্তর-পশ্চিম দিল্লির কিংসওয়ে ক্যাম্পের পুলিশ লাইন্সের কমিউনিটি হলে এই নির্বাচনের গণনা হয়। মোট ১৬ জন প্রার্থী এই চারটি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
চারটি আসন হল সভাপতি,সহ সভাপতি, সম্পাদক, যুগ্ম সম্পাদকের। সভাপতি আসনে এবিভিপির প্রার্থী ছিলেন অক্ষিত দাহিয়া। সহ-সভাপতি পদে দাঁড়িয়েছিলেন প্রদীপ দেওয়ার। সম্পাদক এবং যুগ্ম সম্পাদক পদে লড়াই করেছিলেন যোগিথ রাথি, শিবাঙ্গী খারওয়াল। যোগিথ রাথি ছাড়া তিন জনই জয়ী হয়েছেন। এদিকে কংগ্রেসের ছাত্র সংগঠন এন এস ইউ আই এর সভাপতি পদে দাঁড়িয়েছিলেন চেতনা ত্যাগী। সহ সভাপতি, সম্পাদক, যুগ্ম সম্পাদকের পদে দাঁড়িয়েছিলেন সঙ্গীত ভারতী, আসিস লাম্বা ও অভিষেক চাপড়া। এদের মধ্যে সম্পাদকের আসনে জয়লাভ করেছেন আশীস লম্বা।
এবিভিপির অক্ষিত দাহিয়া জিতেছেন ১৯ হাজার ভোটে। বাকি দুই প্রার্থী জিতেছেন ৮ হাজার ও ৩ হাজার ভোটে।
এন এস ইউ আই এর হয়ে সম্পাদকের পদে আশীস লম্বা জিতেছেন ২ হাজার ভোটে।
গত বছরেও এবিভিপি এই তিনটি আসনে জয়ী হয়েছিল। আর এনএসইউআইও জিতেছিল এই সম্পাদকের পদে।১.৩ লক্ষ পড়ুয়ার মধ্যে প্রায় ৪০ শতাংশ ছাত্রছাত্রী ভোট দিয়েছিল।