দিল্লির রাজপথে শুরু কুচকাওয়াজ, বাহিনীর শক্তিপ্রদর্শন ভারতের

আজ ভারতের ৭২ তম প্রজাতন্ত্র দিবস। ১৯৫০ সালে আজকের দিনেই দেশে কার্যকর হয়েছিল ভারতেয় সংবিধান। তারপর থেকে প্রতি বছর ২৬ জানুয়ারি ধুমধাম করে পালিত হয় প্রজাতন্ত্র দিবস। এবারও তাতে ব্যতিক্রম হবে না। দিল্লির রাজপথে কুচকাওয়াজের পাশাপাশি দেশজুড়ে হবে প্রজাতন্ত্র দিবসের বিভিন্ন অনুষ্ঠান। তবে করোনাভাইরাস মহামারীর কারণে সব অনুষ্ঠানেরই বহর কিছুটা কাটছাঁট হয়েছে। দিল্লিতে ছোটো করা হয়েছে কুচকাওয়াজের দৈর্ঘ্যপথ। অন্যবারের মতো এবারও বিজয় চক থেকে শুরু হচ্ছে কুচকাওয়াজ। তবে লালকেল্লার পরিবর্তে কুচকাওয়াজ শেষ হবে ন্যাশনাল স্টেডিয়ামে। অংশগ্রহণকারী জওয়ানের সংখ্যা কমেছে। করোনা সুরক্ষাবিধির জন্য কমেছে দর্শক সংখ্যা। ১.১৫ লাখের পরিবর্তে দর্শক সংখ্যা ২৫,০০০-এর আশপাশে বেঁধে রাখা হচ্ছে। ১৫ বছরের নীচে শিশু এবং কো-মর্বিডিটি থাকা প্রবীণদের অনুষ্ঠানে হাজির থাকার অনুমতি দেওয়া হয়নি।

দিল্লির রাজপথে শুরু কুচকাওয়াজ, নিউ নর্ম্যালেই প্রজাতন্ত্র দিবস পালন
দিল্লির রাজপথে শুরু হয়ে গেল কুচকাওয়াজ। করোনাভাইরাস বিধি মেনে প্রজাতন্ত্র দিবস পালন করা হচ্ছে। উপস্থিত আছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তিন বাহিনীর প্রধান-সহ বিশিষ্টরা। তাঁদের সামনে শক্তিপ্রদর্শন করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.