দিল্লীর (Delhi) তাবলীগ জামাতের সম্মেলন ভারতে করোনা সংক্রমণের এপিসেন্টার হয়ে উঠেছে। অনেকেই দিল্লী (Delhi) থেকে পালিয়ে গিয়ে দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছেন। পুলিস-প্রশাসন তল্লাশি চালিয়ে তাদের উদ্ধার করে কোয়ারেন্টাইনে পাঠাচ্ছেন। এরই মাঝে তাবলীগ জামাত সদস্যদের পালিয়ে যাওয়ায় সহায়তা করায় দিল্লী (Delhi) পুলিসের এক কনস্টেবলকে গ্রেপ্তার করলো গাজিয়াবাদ পুলিস। গ্রেপ্তার হওয়া ওই কনস্টেবলের নাম ইমরান (Imran)।
জানা গিয়েছে, গত শনিবার, ৪ঠা এপ্রিল, দিল্লী (Delhi) -উত্তর প্রদেশ সীমান্তের কাছে একটি গাড়ি আটকায় গাজিয়াবাদ পুলিস। গাড়িটি ইমরান চালিয়ে নিয়ে যাচ্ছিল। গাড়িটিতে জামাত সদস্যরা ছিল। ইমরানকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায় যে গাড়িতে থাকা সকলেই তাবলীগ জামাতের সদস্য। তাদেরকে সে উত্তর প্রদেশের আমরোহার একটি মসজিদে রেখে আসতে গিয়েছিল। তারপরেই ইমরান ও ওই জামাত সদস্যদেরকে লোনি এলাকায় কোয়ারেন্টাইনে পাঠায় পুলিস। খবর দেওয়া হয় দিল্লী (Delhi) পুলিসকে। তাঁরা ইতিমধ্যেই ওই কনস্টেবল ইমরানকে সাসপেন্ড করেছে এবং তদন্তের নির্দেশ দিয়েছে।