কুয়াশা থেকে নিস্তার নেই দিল্লিবাসীর। একইসঙ্গে কাঁবু করে দেওয়া ঠাণ্ডায় কাঁপছে রাজধানী। দিল্লির পাশাপাশি ঠাণ্ডা ও কুয়াশার দাপটে বিপর্যস্ত হচ্ছে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যের জনজীবন। কুয়াশার কারণে সকাল শুরু হচ্ছে আটটার পর থেকেই। দৃশ্যমানতার অভাবে ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। বৃহস্পতিবারও দৃশ্যমানতার অভাবে দেরিতে চলাচল করেছে ১৭টি ট্রেন। উত্তর রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, ২৮ জানুয়ারি (বৃহস্পতিবার) দৃশ্যমানতার অভাবে দেরিতে চলাচল করেছে ১৭টি ট্রেন।
মাত্রাতিরিক্ত কুয়াশার কারণে বৃহস্পতিবার সকালে দিল্লির বিভিন্ন প্রান্তে স্পষ্টভাবে কিছু দেখা যাচ্ছিল না। কুয়াশার চাদরে ঢাকা ছিল দিল্লির পঞ্জাবি বাগ, দিল্লি সংলগ্ন গাজীপুর, ইন্ডিয়া গেট প্রভৃতি এলাকা। কুয়াশার পাশাপাশি অত্যন্ত দূষিত ছিল দিল্লির বাতাস। সার্বিক এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৩২১। ফলে কুয়াশা ও দূষণে দিল্লিবাসী একপ্রকার নাজেহাল। নাজেহাল পঞ্জাব, চন্ডীগড়, হরিয়ানা, উত্তর প্রদেশ প্রভৃতি রাজ্যের বাসিন্দারা।
2021-01-28