বছরের শেষ সপ্তাহে প্রবল ঠাণ্ডায় কাঁপতে চলেছে রাজধানী দিল্লি। ২৯ ডিসেম্বর থেকে দিল্লিতে শৈত্যপ্রবাহ পরিস্থিতি শুরু হবে, চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। দিল্লিতে এই সময়ে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে সির্বনিম্ন তাপমাত্রার পারদ। রাজধানী দিল্লি এমনিতেই ঠাণ্ডায় কাঁপছে, এমতাবস্থায় সোমবার ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)-এর দিল্লির আঞ্চলিক প্রধান কুলদীপ শ্রীবাস্তব জানিয়েছেন, ২৯ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকবে দিল্লিতে।
কুলদীপ শ্রীবাস্তব জানিয়েছেন, ২৯ ডিসেম্বর থেকে দিল্লিতে শৈত্যপ্রবাহ পরিস্থিতি শুরু হবে, চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। দিল্লিতে তাপমাত্রা নামতে পারে ৩ ডিগ্রি সেলসিয়াসে। ১ জানুয়ারি থেকে রাজধানীতে তাপমাত্রা বাড়তে পারে। জম্মু ও কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে তুষারপাতের কারণেই মঙ্গলবার থেকে ঠাণ্ডা জাঁকিয়ে পড়বে দিল্লিতে।
2020-12-28