৭৬ জন ভারতীয় এবং ৪১ জন পাকিস্তানি নাগরিককে নিয়ে দিল্লি পৌঁছল সমঝোতা এক্সপ্রেস৷ বৃহস্পতিবার পাকিস্তান সমঝোতা এক্সপ্রেস বন্ধ করার সিদ্ধান্ত নেয়৷ আটারি স্টেশনে ট্রেনকে ছেড়ে দিয়ে পাক ড্রাইভার এবং গাইড দেশে ফিরে যান৷ এরপর রাত ১.৩০ মিনিট নাগাদ ভারতীয় ড্রাইভার এবং গাইড ওই স্টেশনে থেকে ট্রেন নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন৷ সকালে সমঝোতা এক্সপ্রেস দিল্লিতে পৌঁছয়৷
প্রসঙ্গত, সব যোগাযোগ বিচ্ছিন্ন করতে চাইছে পাকিস্তান। দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে পর্যলোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগেই। বাণিজ্যও বন্ধ করে দেওয়া হচ্ছে। কাশ্মীর থেকে স্পেশাল স্টেটাস তুলে নেওয়ার পরই পাকিস্তান এইসব সিদ্ধান্ত নিতে শুরু করেছে। ইতিমধ্যেই কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কথাও উল্লেখ করেছে পাকিস্তান। ভারতে কোনও পাক রাষ্ট্রদূত পাঠানো হবে না, পাকিস্তান থেকেও ভারতীয় রাষ্ট্রদূতকে ফিরিয়ে দেওয়া হচ্ছে।
বাণিজ্য বন্ধ হওয়ার পর এবার ট্রেনও বন্ধ করে দেওয়া হচ্ছে। সোমবার ও বৃহস্পতিবার করে লাহোর থেকে ছাড়ে সমঝোতা এক্সপ্রেস।
তবে এবারই প্রথম নয়, এর আগেও সমঝোতা এক্সপ্রেস বন্ধ করা হয়েছে। এবছরেই পুলওয়ামা হামলার পর সমঝোতা এক্সপ্রেস বন্ধ ছিল। তবে ফের ট্রেন চলাচল শুরু হয়। উল্লেখ্য, বুধবারই এয়ারস্পেস বন্ধ করে পাকিস্তান। যদিও বিমানবন্দর বন্ধের বিষয়টি অস্বীকার করে পাকিস্তান৷
বুধবার পাক প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানে ন্যাশনাল সিকিউরিটি কমিটির সঙ্গে বৈঠকে বসেন। এরপরই ভারতের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তি ভঙ্গ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেইসঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে বলেও জানা গিয়েছে।