উত্তরপ্রদেশের লখনউতে এশিয়ার সর্ববৃহৎ ডিফেন্স এক্সপোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার এই উপলক্ষ্যে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। ডিফেন্স এক্সপোর এবারের থিম ডিজিট্যাল ট্রান্সফরমেশন অফ ডিফেন্স। প্রায় ৪৩ হাজার বর্গমিটার জুড়ে অবস্থিত এশিয়ার সর্ববৃহৎ সমরাস্ত্রের এই বাজারে ৭০টিরও বেশি দেশের ১০২৮ কোম্পানি অংশগ্রহণ করেছে। এর মধ্যে ৮৫৬টি দেশীয় এবং ১৭২টি বিদেশি কোম্পানি রয়েছে। পাঁচদিন ধরে চলা সমরাস্ত্রের এই রাজসূহ যজ্ঞে ২০০-র বেশি মৌ স্বাক্ষরিত হবে। উত্তরপ্রদেশের উপর দিয়ে যাওয়া ডিফেন্স করিডোর এর থেকে লাভবান হবে। মঙ্গলবার রাতে ডিফেন্স এক্সপোর কার্টেন রেজার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন, ৭০টির বেশি দেশের প্রতিরক্ষা কোম্পানি ছাড়াও ৩৯টি দেশের প্রতিরক্ষামন্ত্রীরা অংশগ্রহণ করবেন। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউকে, দক্ষিণ কোরিয়া, চেক প্রজাতন্ত্র, রাশিয়া, মেক্সিকো, ইজরায়েলের মতো দেশগুলি অংশগ্রহণ করবে। লকহেড মার্টিন, বোয়িং, সাব, এয়ারবাস, দাসৌ অ্যাভিয়েশের মতো কোম্পানিগুলি অংশগ্রহণ করবেন। ৫০০টির বেশি বৈঠক হবে। এই ডিফেন্স এক্সপোতে ১৫টি আফ্রিকান দেশ অংশগ্রহণ করবে। অস্ত্র কেনাবেচা সংক্রান্ত একাধিক চুক্তি হতে পারে দুই দেশের মধ্যে। সূত্র মারফত জানা গিয়েছে এই সকল দেশের সঙ্গে বৈঠক করবেন খোদ প্রতিরক্ষামন্ত্রী স্বয়ং।
2020-02-05