ঋণভারে জর্জরিত দ্বীপরাষ্ট্র, মোদীর প্রশংসায় পঞ্চমুখ শ্রীলঙ্কার মানুষ

শ্রীলঙ্কা বর্তমানে চরম অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। স্বাধীনতার পর থেকেই এটা হয়তো এই প্রথম। এই পরিস্থিতির মাঝেই রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষ নিজের স্ত্রীকে নিয়ে দেশ থেকে পালিয়েছেন। বর্তমানে তাঁরা মালদ্বীপে রয়েছেন। এই অবস্থায় প্রধানমন্ত্রী রনীল বিক্রমাসিংহে জরুরী অবস্থা ঘোষণা করেছেন দেশে। এই রাজনৈতিক ও অর্থনৈতিক টালমাটাল পরিস্থিতির মাঝেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রসংশা করলেন শ্রীলঙ্কার বাসিন্দারা।

শ্রীলঙ্কায় চরম সংকটের মাঝে মোদীর প্রশংসায় পঞ্চমুখ হলেন শ্রীলঙ্কার বাসিন্দারা। এই দৃশ্য মূলত ধরা পড়েছে চলতি সপ্তাহে বৃহস্পতিবারে। ওইদিন এই চরম সংকটের মাঝেই শ্রীলঙ্কার সাধারণ মানুষ গ্যাস সিলিন্ডার নেওয়ার জন্য কলম্বোর রাজধানী বাম্বালাপিত্য এলাকায় দাঁড়িয়েছিলেন। এই লাইনে দাঁড়িয়ে যেখানে একদিকে মানুষ শ্রীলঙ্কার সরকারকে বর্তমান পরিস্থিতির জন্য দায়ী করছিলেন। সেখানেই আবার একইসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করছিলেন।

শ্রীলঙ্কার এক স্থানীয় বাসিন্দা সরকারের বিরুদ্ধে অভিযোগ আরোপ করে বলেন, “একটা গ্যাস সিলিন্ডার পেয়েছি প্রায় ৩ মাস হতে চলল। এবার, কোনো পুলিশ আধিকারিক একটা গ্যাস সিলিন্ডার দেওয়ার জন্য সিলিন্ডারের দাম বাদ দিয়েও ঘুষ হিসাবে অতিরিক্ত ১০০০ টাকা চাইছেন। ওই টাকা না দিলে আমরা সিলিন্ডার পাবো না”। অপরদিকে, অন্য আরেক ব্যক্তি বলেছেন, “দেশের সংকটময় পরিস্থিতিতে আমাদের সরকার যেখানে সবকিছু গ্রাস করে ফেলেছে। সেখানে মোদী সরকার আমাদেরকে সাহায্য করেছে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.