লকডাউনের (lockdown)মেয়াদ বৃদ্ধি করেও রোধ করা যাচ্ছে না নভেল করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ। রবিবার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে ভারতে (India)মোট কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৩ হাজারে। সরকারি ভাবে আক্রান্তের সংখ্যা ৬২৯৩৯। পাশাপাশি, দেশে করোনা সংক্রামিত হয়ে মৃত্যর সংখ্যা দাড়িয়েছে ২১০৯ জনের। শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১২৮ জন। গত ২৪ ঘণ্টায় ৩২৭৭ জন আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে দেশে কোভিড পজিটিভ রোগীর সংখ্যা ৪১৪৭২।
শেষ ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৫১১ জন। ভারতে এখনও পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৯৩৫৮ জন। প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন উত্তর-পূর্বের রাজ্যগুলির পরিস্থিতি খতিয়ে দেখেন। ত্রিপুরা বাদে বাকি রাজ্যগুলি নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। হর্ষ বর্ধন জানান, এই মুহূর্তে ভারত রোজ ৯৫ হাজার মানুষের করোনা-পরীক্ষা করতে সক্ষম। তিনি মেনে নেন, এখন দেশে আক্রান্তের সংখ্যা বাড়ছে। কিন্তু একই সঙ্গে তাঁর দাবি, অনেক উন্নত দেশে যা পরিস্থিতি হয়েছে, ততটা খারাপ হাল ভারতের হবে না। তবু সবচেয়ে খারাপ পরিস্থিতির মুখোমুখি হতেও দেশ তৈরি।