২৬শে জুলাই৷ কার্গিল বিজয় দিবস৷ তার ঠিক আগের দিন পাকিস্তানকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত৷ কার্যত তাঁর হুমকি, আরেকটা কার্গিল করার চেষ্টা করলে তার ফল হাতে নাতে বুগতে হবে পাকিস্তানকে৷ তবে তাঁর বিশ্বাস সেই ভুল পাক সরকার দ্বিতীয় বার করবে না৷
তবে পাকিস্তানের কোনও হামলাই যে ভারতের মাটিতে সফল হবে না, তা এদিন বুঝিয়ে দিয়েছেন রাওয়াত৷ তিনি বলেন যত বড় হামলার পরিকল্পনাই করুক না কেন, পাকিস্তানের সব হামলাই বানচাল করবে ভারতীয় সেনা৷ যথাযোগ্য প্রত্যুত্তর দিতে সব সময় তৈরি সেনা৷
পাকিস্তানকে এদিন সতর্ক করে বিপিন রাওয়াত বলেন ওদের সতর্ক থাকা উচিত৷ বারবার পাকিস্তানকে হারিয়েছে ভারত৷ তাই ইতিহাস মনে রেখে যেন নতুন করে হামলার দু:স্বপ্নও না দেখে ওরা৷ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পুলওয়ামা হামলা নিয়ে বিবৃতি প্রসঙ্গে এদিন সেনাপ্রধান বলেন সত্যিটা কি গোটা বিশ্ব জানে৷ এজন্য ইমরান খানের সার্টিফিকেটের প্রয়োজন নেই৷ ভারত যে যে প্রমাণ এই ইস্যুতে তুলে ধরেছে, তাতে প্রমাণিত এই হামলার পিছনে পাক জঙ্গিদেরই হাত রয়েছে৷
বিপিন রাওয়াতের দাবি পাকিস্তান বরাবর ভারত সীমান্তে অনুপ্রবেশকারীদের মদত দিয়ে এসেছে৷ সেই কাজ এখনও চালিয়ে যাচ্ছে তারা৷ কিন্তু ভারতীয় সেনার তৎপরতায় বারবারই ফিরে যেতে হয়েছে সেইসব অনুপ্রবেশকারীদের৷ তাই এখন এই সংখ্যা অনেক কমে এসেছে৷
ভারতীয় সেনার তৎপরতা ও সীমান্তে ভারতীয় সেনার সংখ্যা বাড়ানোর জন্যই পাকিস্তান আর অনুপ্রবেশকারীদের মদত দিতে পারছে না৷ সেনাপ্রধানের দাবি জঙ্গিরাও বুঝে গিয়েছে এদেশে ঢুকলে মৃত্যু অবধারিত৷
এর আগে পুলওয়ামা হামলার দায় পাক সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদ স্বীকার করলেও, পাক প্রধানমন্ত্রী পাক যোগ পুরোপুরি অস্বীকার করেন৷ এই হামলায় পাকিস্তান কোনওভাবেই যুক্ত নয় বলে দাবি করে ইমরান বলেন এই হামলা “indigenous thing”৷