হাই কোর্টে বড়সড় ধাক্কা খেল নবান্ন। রাজ্যের ৪ ধর্ষণ মামলায় পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়া হল না। বরং আদালতের নজরদারিতে বিশেষ টিম গঠন করে তদন্ত চালানো হবে বলে মঙ্গলবার জানিয়ে দিল উচ্চ আদালত। এই দলের নেতৃত্বে থাকবেন আইপিএস অফিসার দময়ন্তী সেন।
মাটিয়া, বাঁশদ্রোণি, ইংরেজবাজার, দেগঙ্গা – এদিন চারটি ঘটনায় জনস্বার্থ মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চে। সেখানেই এই রায় দেয় আদালত। বিচারপতি বলেন, হাইকোর্ট থেকে একটি বিশেষ দল গঠন করা হবে যে দলের সদস্যরা রাজ্যের সমস্ত ধর্ষণ মামলার তদন্ত তদারকি করবেন। এই দলের নেতৃত্বে থাকবেন আইপিএস অফিসার দময়ন্তী সেন।
দময়ন্তী সেন কলকাতা পুলিশের প্রাক্তন গোয়েন্দা আধিকারিক। এই মুহূর্তে তিনি ডিআইজি, ট্রেনিং পদে রয়েছেন। হাই কোর্টে নির্দেশের পর মোট চারটি ধর্ষণ মামলার কিনারা করতে হবে তাঁকে। আদালতের নজরদারিতেই চলবে তদন্ত। তাঁর যদি কোনও সমস্যা হয় তবে তিনি আদালতকে তা জানাবেন। আগামী ২০ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি হবে।
প্রসঙ্গত, পার্কস্ট্রিট গণধর্ষণ মামলার সময় কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান ছিলেন দময়ন্তী। তখন তিনিই ওই ঘটনার তদন্ত করেছিলেন। ঘটনাচক্রে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই ঘটনাকে ‘সাজানো ঘটনা’ বলে মন্তব্য করেছিলেন। দময়ন্তী যদিও তাঁর তদন্তের প্রেক্ষিতে ধর্ষণ হয়েছে বলেই রিপোর্ট দিয়েছিলেন। তিনি তা সর্বসমক্ষে জানিয়েও ছিলেন। এবার তাঁর হাতেই গেল তদন্তভার।