দৈনিক সংক্রমণ ঊর্ধ্বমুখীই, ভারতে সুস্থতা বেড়ে ৯৬.৯৬ শতাংশ

কখনও বাড়ছে কখনও আবার কমছে। ভারতে বিগত কয়েকদিন ধরে দৈনিক করোনা-সংক্রমণের এই ট্রেন্ড জারি রয়েছে। মঙ্গলবার সারা দিনে ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ৯২১ জন, এই সময়ে ভারতে মৃত্যু হয়েছে ১৩৩ জনের। পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় ২০,৬৫২ জন করোনা-রোগী ভারতে সুস্থ হয়ে উঠেছেন। ফলে বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ১,০৯,২০,০৪৬ জন করোনা-রোগী। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৭,৯২১ জন। ফলে ভারতে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ১ কোটি ১২ লক্ষ ৬২ হাজার ৭০৭-এ পৌঁছে গিয়েছে। বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৭,৬৩,০৮১।
শেষ ২৪ ঘন্টায় ভারতে সুস্থ হয়েছেন ২০,৬৫২ জন। ১৩৩ বেড়ে ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১,৫৮,০৬৩ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৮৪ হাজার ৫৯৮ জন (১.৬৪ শতাংশ), বিগত ২৪ ঘন্টার মধ্যে কমেছে ২,৮৬৪ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ২ কোটি ৪৩ লক্ষ ৬৭ হাজার ৯০৬ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে ১৩,৫৯,১৭৩ জনকে বিগত ২৪ ঘন্টায় কোভিড টিকা দেওয়া হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.