ভারতে দৈনিক সংক্রমণ ১.৬১-লক্ষাধিক, ৮৭৯ বেড়ে মৃত্যু ১৭১,০৫৮

ভারতে করোনার আগ্রাসন অব্যাহত! গত রবিবার সারা দিনে ভারতে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছিলেন ১.৬৮-লক্ষের বেশি মানুষ। সোমবার সারাদিনে কিছুটা কমে, ভারতে বিগত ২৪ ঘন্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন ১.৬১-লক্ষাধিক দেশবাসী। সোমবার সারাদিনে ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ১,৬১,৭৩৬ জন, বিগত ২৪ ঘন্টায় সমগ্র দেশে করোনা কেড়ে নিয়েছে ৮৭৯ জনের প্রাণ। ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বাড়তে বাড়তে ১২.৬৪-লক্ষের (৯.২৪ শতাংশ) গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। সংক্রমণ বৃদ্ধির মধ্যেই সেরে ওঠাও স্বস্তি দিচ্ছে, সোমবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৯৭,১৬৮ জন। ফলে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ১,২২,৫৩,৬৯৭ জন করোনা-রোগী (৮৯.৫১ শতাংশ)।কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ১,৬১,৭৩৬ জন কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হওয়ার পর মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে ১,৩৬,৮৯,৪৫৩-তে গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৮৭৯ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১,৭১,০৫৮ জন। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১২ লক্ষ ৬৪ হাজার ৬৯৮ জন (৯.২৪ শতাংশ), বিগত ২৪ ঘন্টার মধ্যে একধাক্কায় বেড়েছে ৬৩,৬৮৯ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ১০ কোটি ৮৫ লক্ষ ৩৩ হাজার ০৮৫ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে ৪০,০৪,৫২১ জনকে বিগত ২৪ ঘন্টায় কোভিড টিকা দেওয়া হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.