দীর্ঘ ৬৩ দিন পর ভারতে ১-লক্ষের নীচে নেমে এল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে কোভিডে সংক্রমিত হয়েছেন ৮৬ হাজার ৪৯৮ জন। বিগত ৬৬ দিনের মধ্যে এই প্রথম এতটা কমল করোনা-আক্রান্তের সংখ্যা। ভারতে এক ধাক্কায় সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমেছে ৯৭,৯০৭ জন, ফলে এই মুহূর্তে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ১৩,০৩,৭০২ জন (৪.৫০ শতাংশ)। সোমবার সারাদিনে দেশে মৃত্যু হয়েছে করোনা-সংক্রমিত ২,১২৩ জন রোগীর।
একইসঙ্গে বিগত ২৪ ঘন্টায় দেশে করোনার থেকে সেরে উঠেছেন ১ লক্ষ ৮২ হাজার ২৮২ জন। কোভিড টিকাকরণও সমানতালেই চলছে, ভারতে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত মোট ২৩,৬১,৯৮,৭২৬ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ২ হাজার ১২৩ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৩,৫১,৩০৯ জন (১.২১ শতাংশ)। সংক্রমণ হ্রাসের মধ্যে সুস্থতাই স্বস্তি দিচ্ছে দেশবাসীকে, সোমবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১ লক্ষ ৮২ হাজার ২৮২ জন। ফলে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ২,৭৩,৪১,৪৬২ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৪.২৯ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ২৩ কোটি ৬১ লক্ষ ৯৮ হাজার ৭২৬ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ৩৩,৬৪,৪৭৬ জনকে।
2021-06-08