ভারতের ফের নিম্নমুখী দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। সুস্থতার হার বাড়তে বাড়তে ৯৫.৭৫ শতাংশে পৌঁছে গেল, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৯৬ লক্ষ ৯৩ হাজার ১৭৩ জন। বিগত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে, যা ২৫ হাজারের নীচে রয়েছে। বাড়তে বাড়তে ভারতে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ১,০১,২৩,৭৭৮-এ পৌঁছে গিয়েছে। ভারতে বিগত ২৪ ঘন্টায় (বুধবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ৩১২ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ২৪,৭১২ জন এবং সুস্থ হয়েছেন ২৯,৭৯১ জন।
৩১২ বেড়ে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১,৪৬,৭৫৬ জন। বিগত ২৪ ঘন্টায় ২৯,৭৯১ জন সুস্থ হওয়ার পর ভারতের এযাবৎ দেশে করোনা-মুক্ত হয়েছেন ৯৬,৯৩,১৭৩ জন রোগী। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ লক্ষ ৮৩ হাজার ৮৪৯ জন, বিগত ২৪ ঘন্টার মধ্যে কমেছে ৫,৩৯১ জন। বিগত ২৪ ঘন্টায় দেশে মোট করোনা-পরীক্ষার সংখ্যা ১০,৩৯,৬৪৫।
2020-12-24