এবছর মুম্বইয়ে পালিত হচ্ছে না দহি হাণ্ডি মণ্ডল উৎসব। জন্মাষ্টমীর আগে শহর জুড়ে পালিত হবে না মুম্বইয়ের জনপ্রিয় এই উৎসব। কারণ উৎসবের জন্য বরাদ্দ ওই অর্থ পৌঁছে যাবে শহরের বন্যা বিধ্বস্ত এলাকার মানুষদের কাছে। বিশেষ করে মুম্বইয়ের সাঙ্গেলি এবং কোলহাপুরের বন্যা কবলিত এলাকার মানুষদের সাহায্যার্থে পৌঁছে যাবে ওই অর্থ।
হিন্দুস্তান টাইমস সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, মুম্বইয়ের ঘাটকোপারের বিজেপি বিধায়ক রাম কদমের দহি হাণ্ডি উৎসব শহর প্রসিদ্ধ। তিনিও তার এলাকার উৎসবের উদযাপন এ বছর করছেন না।
তিনি জানিয়েছেন, এই সময় শুধুমাত্র ত্রাণ কার্যে মননিবেশ করতে হবে। এই মুহূর্তে দহি হাণ্ডি মণ্ডলস উৎসবের জন্য অর্থ ব্যয় করলে চলবে না। সেই সঙ্গে কদম অন্যান্য উৎসব কর্তাদের কাছেও আবেদন জানিয়েছেন যাতে তাঁরাও এই উৎসব এ বছর না উৎযাপন করেন। এই টাকা যেন তাঁরাও ত্রানের কাজে লাগান।
তবে উৎসব বাতিল করে কদম ত্রাণ কার্যে কত পরিমাণ অর্থ পাঠাচ্ছেন তা এখনও পর্যন্ত জানা যায় নি। তবে শোনা যাচ্ছে, তাঁর এই সিদ্ধান্তে অনেকেই খুশি হতে পারছেন না। দহি হাণ্ডি মণ্ডলস উৎসব বাতিল করে দেওয়ায় অনেকেই অখুশি।
এ বছর মুম্বইয়ের বন্যায় ব্যাপক আকার ধারণ করেছে। বিশেষ করে এই মহাপ্লাবনে সাঙ্গেলি এলাকার মানুষের অবস্থা শোচনীয় হয়ে দাঁড়িয়েছে। সেইমত, বন্যা কবলিত মানুষদের উদ্ধারের জন্য বড়োসড়ো উদ্ধার অভিযানের বন্দোবস্তও করা হয়েছে। বিভিন্ন সরকারি সংস্থা এই কাজে এগিয়ে এসেছে। প্রায় ৭৫ হাজার মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বিশেষ করে কোলহাপুর এবং সাঙ্গেলি জেলার ৬৬ হাজার মানুষকে খুব শোচনীয় অবস্থা থেকে বাঁচিয়ে আনা সম্ভব হয়েছে।