ফেণী ঝড়ের আসার আগে থেকেই ভারতের নেওয়া প্রস্তুতি দেখে সংযুক্ত রাষ্ট্র ভূয়সী প্রশংসা করলো ভারত সরকারের। প্রাকৃতিক বিপদ থেকে বাঁচার জন্য তৈরি সংযুক্ত রাষ্ট্রের সংস্থা এর মুখপাত্র ডেনিস ম্যাক্লিন বলেন, সরকারের শূন্য দুর্ঘটনা নীতি এবং ভারতীয় আবহাওয়া বিভাগের সঠিক ভবিষ্যৎবাণীর জন্য বিধ্বংসী ঝড় আসার আগেই ১১ লক্ষ মানুষকে সুরক্ষিত স্থানে পৌঁছে দেওয়ার জন্য এই ঝড়ে মানুষের মৃত্যুর সংখ্যা কমেছে। ২০১৩ সালে ভারতে আসা ভয়ঙ্কর ঝড়ের পর থেকেই এই পলিসিতে কাজ শুরু করেছিল সরকার।
বিগত ২০ বছরে আসা এই ভয়ঙ্কর ঝড়ে উড়িষ্যায় কমপক্ষে আট জন মানুষের জীবন কেড়ে নিয়েছে। পুরীর পবিত্র ভূমির সমুদ্রের পাশে থাকা এলাকা আর অন্য এলাকা গুলোতে চরম বৃষ্টি হওয়ার পর গোটা এলাকা জল্মগ্ন হয়ে গেছে। আর এর ফলে রাজ্যের প্রায় ১১ লক্ষ মানুষ প্রভাবিত হয়েছে।
ভারতীয় আবহাওয়া দফতর ফেণীকে অত্যন্ত ভয়াবহ তুফানের পর্যায়ে রেখেছিল। সংযুক্ত রাষ্ট্রের সংস্থা ফেণীর গতিতে প্রথম থেকেই চোখ রেখেছিল। আর তাঁরা বাংলাদেশের শরণার্থী শিবিরে থাকা পরিবার গুলোকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছে। এই ভয়ঙ্কর ফেণী ঝড় পশ্চিমবঙ্গ হয়ে এখন বাংলাদেশের দিকে যাচ্ছে, আর এই জন্য বাংলাদেশকেও হাই অ্যালার্টে রাখা হয়েছে।
দুর্যোগ ঝুঁকি হ্রাস এর জন্য সংযুক্ত রাষ্ট্রের মহাসচিব এর বিশেষ প্রতিনিধি মামী মিজুনৌরি বলে, ‘ অত্যন্ত ক্ষতিকারক পরিস্থিতি পরিচালনার ক্ষেত্রে ভারতের হতাহতদের সংখ্যা কম রাখার পদ্ধতি, কাঠামোর বাস্তবায়ন এবং এই ধরনের ঘটনাগুলিতে আরো জীবন বাঁচানোর ক্ষেত্রে একটি বড় অবদান রয়েছে”।