ফের চিন নয়া কৌশল শুরু করেছে লাদাখ দখলের জন্য। সূত্রের খবর, সম্প্রতি ভারতের পাওয়ার গ্রিডের ওপর হামলা চালিয়েছে জিংপিং সরকারের মদতপুষ্ট হ্যাকাররা। একটি রিপোর্টে দাবি করা হয়েছে, এই বিশেষ ধরনের হামলা চালানো হয়েছে উত্তর ভারতের সাতটি লোড ডিসপ্যাচ সেন্টারে। প্রসঙ্গত, এই ধরনের লোড ডিসপ্যাচগুলি বিদ্যুৎ সরবরাহ করে ও গ্রিড নিয়ন্ত্রণের কাজ করে লাদাখ এলাকায়।
মনে করা হচ্ছে, এই ধরনের হামলা করা হয়েছে মূল্যবান তথ্য সংগ্রহ করার জন্য। রেকর্ডড ফিউচার রিপোর্টে জানানো হয়েছে, ‘ভারতীয় পাওয়ার গ্রিডে চিনা গোষ্ঠীগুলির এই হামলা সীমিত অর্থনৈতিক গুপ্তচরবৃত্তি বা তথ্য সংগ্রহের সুযোগ দেয়। আমরা বিশ্বাস করি সম্ভবত গুরুত্বপূর্ণ পরিকাঠামো সংক্রান্ত তথ্য সংগ্রহ করার লক্ষ্যে এই হামলা চালানো হয়েছিল। ভবিষ্যতের ক্রিয়াকলাপের জন্য এই তথ্য সংগ্রহ করা হয়ে থাকতে পারে।’ আরও জানা গিয়েছে, হ্যাকাররা হামলা চালিয়েছিল ভারতীয় ন্যাশনাল ইমার্জেন্সি রেসপন্স সিস্টেম ও একটি বহুজাতিক লজিস্টিক কোম্পানি সহায়ক সংস্থার উপরে।
মূলত সাইবার হামলা চালানো হয়েছিল এই দুই জায়গায়। হামলা চালানোর জন্য একটি বিশেষ ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয়েছিল যার নাম ট্যাগ ৩৮ নামক হ্যাকিং গ্রুপটি শ্যাডোপ্যাড। জানা যাচ্ছে, এই ধরনের ম্যালওয়ার ব্যবহার করত চিনের পিপলস লিবারেশন আর্মি ও রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়। এই ধরনের হামলা চালানোর সময় হ্যাকিংয়ের জন্য ব্যবহার করা ডিভাইসগুলি অবস্থান ছিল দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানে।
2022-04-07