ব্রিজ বানানোর সময়ে দুর্নীতি হয়েছে, এমনটাই অভিযোগ তোলা হল উত্তর ২৪ পরগনায়। এই মামলায় দুর্নীতির অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল বিধায়ক রহিমা মণ্ডলের বিরুদ্ধে। অভিযোগ, ওই ব্রিজটি নিম্নমানের কাঁচামাল দিয়ে তৈরি করা হয়েছে এবং এই কারণেই ব্রিজটিতে ফাটল দেখা গেছে।
ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার চাপলা গ্রাম পঞ্চায়েতের বেলেখালি গ্রামে। স্থানীয়দের দাবি, যে ব্রিজটিতে ফাটল দেখা গেছে, সেটির শিল্যান্যাস হয়েছিল প্রায় ৭ মাস আগে এবং কাজ শুরু হয়েছিল প্রায় ২ মাস আগে। স্থানীয় গ্রামবাসীরা অভিযোগ করেছেন যে, নিম্নমানের সামগ্রী ব্যবহার করার কারণে ব্রিজটিতে ফাটল দেখা গেছে।
উল্লেখ্য, ব্রিজটির কাজ শুরু হয়েছিল তৃণমূল জেলা পরিষদের তত্ত্বাবধানে। এই ব্রিজটি তৈরি করার জন্য ধার্য করা হয় ৪২ লক্ষ টাকা। কিন্তু, নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে টাকা নয়ছয় করা হয়েছে ব্রিজ তৈরি কাজে। তাঁদের দাবি, প্রায় ২৫ লক্ষ টাকা এই তালিকায় আছে। এই অভিযোগ প্রকাশ্যে আসার থেকেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
2022-07-20