Covid India: গত ৭ মাসে সবচেয়ে কম সংক্রমণ, কমল দৈনিক মৃত্যুও

সারা দেশে আরও কমল সংক্রমণ। গত ৭ মাসে দেশে সবচেয়ে কম দৈনিক সংক্রমণ নথিভুক্ত হল শনিবার। শুক্রবারের তুলনায় শনিবার দেশে করোনা সংক্রমণ কমেছে আরও কিছুটা।

শুক্রবার করোনা আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ১৪৬ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪০ লক্ষ ৬৭ হাজার ৭১৯। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৯৫ হাজার ৮৪৬ জন। গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় করোনা রোগী ৫ হাজার ৭৮৬ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪৪ জনের। কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, এর আগের ২৪ ঘণ্টায় ১৬৬ জনের মৃত্যু হয়েছিল। ফলে দৈনিক মৃত্যুও কিছুটা কমল। দেশে মোট মৃতের সংখ্যা পৌঁছল ৪,৫২,১২৪-এ।


কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, সুস্থতার হার বর্তমানে ৯৮.০৮ শতাংশ। যা গত বছরের মার্চ থেকে এ পর্যন্ত সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৭৮৮ জন সুস্থ হয়েছেন। এর ফলে দেশে করোনা থেকে সেরে উঠলেন মোট ৩ কোটি ৩৪ লক্ষ ১৯ হাজার ৭৪৯ জন।

দৈনিক পরীক্ষার প্রেক্ষিতে সংক্রমণের হার (অর্থাৎ প্রতি ১০০ টি নমুনা পরীক্ষায় যত সংক্রমণ ধরা পড়ছে) শনিবার কমে হয়েছে ১.২৯ শতাংশ। মোট সংক্রমণের হার ৫.৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪১,২০,৭৭২ টিকা দেওয়া হয়েছে। এর ফলে দেশে মোট টিকা দেওয়া হল ৯৭ কোটি ৬৫ লক্ষ ৮৯ হাজার ৫৪০টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.